আজ সন্ধ্যা ৫:৩০ টায় ফরিদপুর প্রেস ক্লাব এলাকা থেকে একটি মশাল মিছিল নিয়ে ফরিদপুর শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর সংসদ।
মিছিল টি সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
এসময় ছাত্র ইউনিয়নের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুজ্জামান লায়েক ও সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, উদীচী ফরিদপুর জেলা সংসদের সভাপতি আব্দুল মোতালেব হোসেন, মহিলা পরিষদ ফরিদপুর শাখা হোসনে আরা বেগম, ফরিদপুর কমিউনিস্ট পার্টি’র অন্যতম নেতা এ্যাড.মানিক মজুমদার, যুব ইউনিয়নের সভাপতি জুবাইদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক এমদাদ মিয়া,ছাত্র ইউনিয়ন ফরিদপুর সদর উপজেলা সংসদের আহবায়ক দীপা সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
মিছিলটি ফরিদপুর ছাত্র ইউনিয়নের সভাপতি আবরাব নাদিম ইতুর নেতৃত্বে ফরিদপুর শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply