কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং জন্ম নিবন্ধন সহ ভিজিডি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ , বয়স্ক, প্রতিবন্ধী, বিধাবা ও মাতৃত্ব ভাতা এবং অনলাইনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। পরে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষের সাথে চকরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন । এসময় জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় পৌঁছলে চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে ফুল দিয়ে বরণ করেন । এছাড়াও জেলা প্রশাসক চকরিয়া উপজেলা পরিষদ পরিদর্শন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।
Leave a Reply