মহামারী করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব! প্রতিদিনই কেও না কেও হারাচ্ছে প্রাণ! কেও হারাচ্ছে সন্তান, কেও হারাচ্ছে মা-বাবা, কেও আবার স্বজনদের। গত একমাসে পাবিপ্রবি হারিয়েছে তিন সদস্যকে।
করোনায় আক্রান্ত হয়ে আজ প্রায় একমাস যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( রসায়ন বিভাগ ) ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম আকাশ। করোনায় প্রায় ৭০% ফুসফুসে সংক্রমণ নিয়ে আজ ১২ দিন যাবত ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এমত অবস্থায় তাঁর পরিবারের পক্ষে এত টাকা খরচ বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আকাশকে সুস্থ ভাবে ফিরিয়ে আনতে সকলের নিকট আর্থিক সহায়তার অনুরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের সকলের সম্মিলিত সাহায্য’ই পারে আকাশ কে তার পরিবার এবং তার বিশ্ববিদ্যালয়ের নিকট ফিরিয়ে আনতে। তাই আসুন আমরা সকলে এগিয়ে আসি একজন মেধাবী শিক্ষার্থীকে বাঁচিয়ে তুলি।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল) নম্বর:
০১৭৭২০৪১৬১৭ ( আলিউল , ২০১৫-১৬ সেশন, রসায়ন বিভাগ,পাবিপ্রবি )
০১৮১৭১৬৬১৬৮ ( শান্ত, ২০১৬-১৭ সেশন, রসায়ন বিভাগ, পাবিপ্রবি )
০১৭৪১৬৯৮২০৫ ( রনি, ২০১৬-১৭ সেশন, রসায়ন বিভাগ, পাবিপ্রবি )
রকেট (পার্সোনাল) :
০১৫২১৩১৬৬০৫২ ( আলিউল )
০১৭৪১৬৯৮২০৫০ ( রনি )
নগদ (পার্সোনাল)
০১৭৭২০৪১৬১৭ ( আলিউল )
Leave a Reply