ফেসবুক ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক মন্তব্য করায় এক যুবককে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া যুবকের নাম অমিত ভট্টাচার্য (২৯)। সে খাগড়াছড়ি জেলা শহরের রূপনগর এলাকায় বসবাস করেন। তার পিতার নাম মিহির ভট্টাচার্য এবং মাতার নাম নীলিমা আচার্য্য।
শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৬ টার দিকে ফেসবুকে ‘ঋদ্ধ ঋষি’ ছদ্মনামের প্রোফাইল থেকে সে ইসলাম ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিও চিত্রে উস্কানিমূলক মন্তব্য করেছিলো।
তার এমন মন্তব্যের পর তাৎক্ষনিক তার ওই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেসবুকজুড়ে। পরে সে নিজ এলাকা থেকে পালিয়ে বটতলী নামক এলাকায় চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া যুবক অমিত ভট্টাচার্যের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply