ফেসবুক পেজ ও গ্রুপ ক্রয়-বিক্রয়ের নামে অভিনব সাইবার ক্রাইমে যুক্ত হচ্ছে এক দল অপরাধী। বাংলাদেশ সারাবেলার এক অনুসন্ধানে দেখা গিয়েছে “প্রোফাইল টাইপ পেজ বাই এন্ড সেল ” গ্রুপের বিভিন্ন ব্যক্তিরা পেজ ক্রয় করার জন্য পোস্ট দেয়। পরবর্তীতে এডমিন ডিল নামক মেসেঞ্জার গ্রুপে টাকা দেয়া হয়। এ গ্রুপের এডমিনরাই এসব সাইবার ক্রাইমের সাথে জড়িত। প্রথমে ক্রেতার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আইডি থেকে ব্লক করে দেয়া হয় এবং পেজ বা গ্রুপও দেয়া হয় না।০১৮১১১২১৮৫৭ বিকাশ একাউন্ট থেকে এ ধরনের প্রতারণা করা হচ্ছে ।
এ ধরনের সাইবার আইন রুখতে গ্রুপটির এডমিনসহ সংশ্লিষ্টদের বিষয়ে দৃষ্টিপাত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এ বিষয়ে বাংলাদেশ সারাবেলার ৪ টি অনুসন্ধানী টিম কাজ করে যাচ্ছে। মিলেছে এমন শত-শত সাইবার ক্রাইমের তথ্য প্রমাণ।
Leave a Reply