ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় গতকাল রবিবার (১ নভেম্বর ) সকাল ১১ টার সময়ে সামাজিক সংগঠন “এসোসিয়েশন অব সোস্যাল ওয়াকারর্স ঈশ্বরদীর” ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
“নারায়ে তাকবির, আল্লাহু আকবার” স্লোগানের মাধ্যমে ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঈশ্বরদী বাজারের ১নং গেটে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সমাজকর্মী মাসুম পারভেজ কল্লোলের বক্তব্যের মাধ্যমে শুরু হয় প্রতিবাদ সভা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কর্মকাণ্ডের নিন্দা এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান তিনি।এছাড়াও বক্তব্য রাখেন এস এম স্কুল এন্ড কলেজের পেশ ঈমাম মাওলানা মোহাম্মদউল্লাহ ও শাহরিয়ার অমিত।
সভা সমন্বয় করেন শাহরিয়ার নাফিজ স্বরন ও হাফেজ আব্দুল মুকিত বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জয়নুল আবেদীন ইমরান, মোঃসোহানুর রহমান সোহান, আরাফাত জামান, সঞ্জয় চৌধুরী, আবির হাসান। এবং বিভিন্ন অনলাইন গ্রুপের এডমিন এডিটর। ছাড়াও এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ সাধারন ধর্মপ্রাণ মুসুল্লিও অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সভা শেষে ফ্রান্সের জাতীয় পতাকা ও ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয় এবং ঈশ্বরদী বাজারে ফ্রান্সের পণ্য বর্জন করার জন্য ক্রেতা-বিক্রেতাদের উদ্বুদ্ধ ও লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply