স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রসায়ন পরিবার,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পাবিপ্রবির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার পাল, সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. ফারুক আহমেদ এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অতঃপর ‘ বঙ্গবন্ধুর জন্ম ও বাংলাদেশ ‘ নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের ভাবনা তুলে ধরেন।
উক্ত আলোচনায় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ফারুক আহমেদ বলেন – ” বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ এবং অক্লান্ত পরিশ্রমের ফসল।
তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে নীতি-নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ সৃজনে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। কারণ, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতি নয় বরং তিনি বিশ্ব মানবতার নেতা। অনুসরণীয় ও অনুকরণীয়। ”
২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহফিজুর রহমান বলেন- ” ১৭ মার্চ যেন বাংলার স্বাধীন রক্তিম সূর্যের অভ্যুদয় : আমি বিশ্বাস করি, ১৭ মার্চ যেন বাংলার স্বাধীন রক্তিম সূর্যের উদয়। বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার মহানায়ক। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। ”
২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ সজীব হোসেন বলেন- ‘ বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী হৃদয়ের মানুষ ছিলেন বঙ্গবন্ধু। আর এ কারণেই তিনি কয়েক বছরের ব্যবধানে সোনার বাংলা গড়ার কাজ শুরু করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলের সম্মিলিত ভুমিকা রাখতে হবে। ‘
পরিশেষে পাবিপ্রবি রসায়ন পরিবারের শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নৈতিকতাকে বুকে লালন করে দেশ গড়তে সবার প্রতি আহবান জানান।
Leave a Reply