বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানে বিরোধিতার নামে মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠির দ্বারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে জয়পুরহাটে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা, সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত, সাংগঠনিক সম্পাদক গোলাম মুত্র্জা মোরশেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা অংশ নেন।
মানববন্ধনকারীরা বলেন,যারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। একটি মহল ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই হুমকি শুধু ইসলাম ধর্মের নামে কোনও হুমকি না। এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
Leave a Reply