কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সিভাসু’র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এবং উপ-পরিচালক (অডিট) মো: ইয়াছিন চৌধুরী।
উল্লেখ্য, একই দাবিতে সিভাসু কর্মচারী ইউনিয়নও মানবন্ধন কর্মসূচি পালন করেছে ।
Leave a Reply