বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি,সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গায়,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
৭ই ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান এর নেতৃত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার বাহেরচর বাজারের চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তৃতা প্রদানকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন বলেন,
কুষ্টিয়ায় রাতের আধারে যারা জাতির পিতার ভাস্কার্য ভাঙ্গার মতো ঘৃন্য কাজ করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতির পিতার ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে যে গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের জাতি কোন ভাবেই ক্ষমা করবেনা। যেখানে সমগ্র মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাস্কর্য শোভা পাচ্ছে, সেখানে ধর্মের কোন বিধিনিষেধ নেই। তাই ধর্মের দোহাই দিয়ে যারা নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়, তারা কখনও জনগনের বন্ধু হতে পারেনা। এদেরকে বয়কট করে সমৃদ্ধ জাতি গঠনে ঐক্যবোধভাবে কাজের মাধ্যমে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন তাই বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতা দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না, বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা আপোষহীন।
উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা প্রদান করেন।
Leave a Reply