ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে তাঁদের সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোকাবহ আগস্ট মাসে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তাঁরা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ৩০ জুন মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানকে উপ-উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেন।
Leave a Reply