আজ (১০ জানুয়ারি ২০২১-রবিবার) স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বাঙালি জাতিসত্তার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭২ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব জালিমের বন্দিশালা থেকে মু্ক্ত হয়ে প্রিয়তম দেশ ও দেশবাসীর নিকট ফিরে আসেন।
দিবসটির স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও অধ্যাপক ড. শামীমা বেগমের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালের নেতৃত্বে নীলদলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ ব্যাপারে জবি প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন,”জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের এই দিনে প্রত্যাশা করে জননেত্রী শেখ হাসিনাএ নেতৃত্বে উন্নত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে।যারা এই দেশের আদর্শ চেতনায় বিশ্বাস করেনা আমি মনে করি তারা এই দেশের নাগরিক থাকার যোগ্যতা রাখেনা।যারা বাঙালীর আদর্শ ধারণ করেনা তাদের অন্যত্র চলে যাওয়াই উত্তম।”
Leave a Reply