পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল শাখা ছাত্রলীগ।
সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাচ ধারণ করেন। সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন হতে শোক র্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার জম্মশতবর্ষ স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। সেখানে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম
এসময় শ্রদ্ধা জানান বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা পরিচালক, বাংলাদেশ ছাত্রলীগ, পাবিপ্রবি শাখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, পরিবহন পুল, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসময় শহীদদের স্বরণেএক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ, পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান শামীম বলেন – বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার জীবনে অনেক আদর্শ রেখে গেছেন। উনার আদর্শকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ ছাত্রলীগ, পাবিপ্রবি শাখা সবসময় বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখবে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যারা এই নারকীয় হত্যাকান্ড ঘটিয়েছিল তারা এখনো তৎপর আছে। তাদেরকে সবসময় প্রতিহত করতে রাজপথে থাকবে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেইন জানান-বঙ্গবন্ধু শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কুচক্রী মহল ভেবেছিলো বঙ্গবন্ধুকে নিঃশেষ করলেই হয়তোবা তারা দেশে পাকিস্তান শাসন কায়েম করতে পারবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।আজকের এই দিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনম্রচিত্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরণ করা প্রতিটি মানুষকে স্মরণ করছে। আমরা হল শাখা ছাত্রলীগ পিতা মুজিব স্বরণে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেই এবং আগষ্ট মাস জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সারা বিশ্বে আজ এক ক্লান্তিকাল সময় পার করছে, এর মধ্যেও আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের জাতির পিতাকে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক। পৃথিবীর বুকে মাননীয় প্রধামন্ত্রীর হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পিতা মুজিবের আদর্শের অটল থাকবে।
Leave a Reply