নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২১-২০২২ অর্থ বছরের ৫০ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে সচিব আব্দুল হাই এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৩৮ লাখ ৬৫ হাজার টাকা আয় ও চার কোটি ১৪ লাখ ১৯ হাজার ২২১ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা আয় ও ৪৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ধরা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকা। অনুষ্ঠানে উপেজলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, আতাউর রহমান মৃধা ও শরীফুন্নেসা শিরীন, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ বক্তব্য রাখেন।
বাজেটে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বাস্তবায়ন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বৃক্ষরোপণ ও মশক নিধন, শিক্ষা ও মেধাবৃত্তিসহ সড়ক বাতি সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
Leave a Reply