নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী আওতায় নবজাতক শিশুদের স্তন্যদানকারী মায়েদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি স্বাস্থ্য বিধি মেনে পৌর এলাকার ৫শ’ জন উপকারভোগী মায়ের হাতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, কেক, দুধ ও খাবার স্যালাইন তুলে দেন। হেলক্যাম্পে আগত মায়েদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন বড়াইগ্রাম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য রাখেন।
Leave a Reply