নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ৬৫৮ জন দুস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে মেয়র কেএম জাকির হোসেন তাদের হাতে এসব কম্বল তুলে দেন। সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক কেএম জামিল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, মোস্তাফিজুর রহমান মাসুদ ও শরীফুন্নেসা শিরিন ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহীন বক্তব্য রাখেন।
Leave a Reply