বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিবাসের বন্ধ কক্ষ থেকে আজ বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) ওই কক্ষ থেকে রিবনা শাহারিন নামে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
রিবনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিন দিন মেয়ের খোজ না পেয়ে রিপনা মা আজ রিবনার খোজে এসে বন্ধ করা দরজা দেখতে পেয়ে ভেঙ্গে ভিতরে গেলে রিবনার ঝুলন্ত মরাদেহ দেখতে পায়। মৃত রিবনার মা জানায়, রিবনা সবসময় একা থাকতে পছন্দ করতো। জানিনা হঠাৎ কি হলো যে এমন ঘটনা ঘটালো।
এ বিষয়ে প্রক্টর ড. মো: খোরশেদ আলম বলেন, এটা খুবি দুঃখ জনক ঘটনা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়। জানতে পারি সে রুমে একা থাকতো। আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থী থাকলেও বিষয়টি অনুমান করতে পারেনি।
Leave a Reply