বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে ডায়রিয়া ও কলেরা ব্যাপক আকার ধারণ করায় আক্রান্ত অঞ্চলগুলোতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে চিকিৎসা সহযোগিতা ও চিকিৎসা সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাইদুল ইসলাম।
বাংলাদেশ সারাবেলাকে তিনি বলেন,”দেশের যেকোনো মানবিক পরিস্থিতি তে ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসে,দেশ ও জনপদের সুরক্ষার জন্য, এবারও তার ব্যাতিক্রম নয়!”
তিনি আরো বলেন-“চিকিৎসা সহযোগিতার জন্য আমাদের ইউনিট দেশের জন্য এক রোল মডেল হতে পারে।করোনার জন্য আমরা কেন্দ্রীয় প্রোগ্রামের পাশাপাশি নিজেদের টেলিমেডিসিন সেবা চালু করেছি,যা ২৪ ঘন্টাই সেবা দিয়ে যাচ্ছে। ”
উল্লেখ্য গত কিছুদিন আগে থেকে বরিশাল বিভাগের বিভিন্ন পানিয় জলের উৎসে ডায়রিয়া ও কলেরার জীবানু পাওয়া যায় এবং করোনা মহামারির মধ্যে নতুন এক মানবিক সংকটের সৃষ্টি হয়।
Leave a Reply