বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৯০ টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২০ জন।
আজ শনিবার ভর্তির টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিটের জন্যে আবেদন করেছে ১৭ হাজার ৩৫০ জন,মানবিকের ‘খ’ ইউনিটের জন্যে ৯৩৩৮ জন ও ব্যবসায় শাখার ‘গ’ ইউনিটে ৪ হাজার ৭৫৩ জন আবেদন করেছে। আগামি ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, গুচ্ছের ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে উত্তীর্ণ বা পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছে।সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার ৩১৬ জন আবেদন করেছে যা অনেক বেশি।এবারও জিপিএ’র উপর কোনো মার্ক থাকছেনা।তাই,ভর্তিতে গুচ্ছে মার্কের উপর গুরুত্ব অনেক।#
Leave a Reply