গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাদক বিরোধি সংগঠন ‘উপলব্ধির’ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত হলেন মোঃ জুয়েল মাহমুদ জীবন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার( ১০ জুন) সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাশিদুল ইসলাম অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তাকে এ পদে নির্বাচিত করেন।
এর আগে তিনি সংগঠনটির প্রধান সমন্বয়ক ও মিডিয়া প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
মূলত সংগঠনের সাধারন সম্পাদক নাজমুল হুসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ে এম এস করতে যাওয়ায় তার সাধারণ সম্পাদক পদটি স্থগিত করা হয়।ফলে এ পদে নতুন প্রার্থীদের আবেদন চাওয়া হয়।
প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারগণ উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জুয়েল মাহমুদ জীবন কে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে নিযুক্ত করেন
এ বিষয়ে জুয়েল মাহামুদ জীবন বলেন, আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। এ সংগঠনটিকে সামনে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে আমাদের একটা বড় সেমিনার আছে এবং সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আছে। আপাতত সেসব নিয়ে আমরা ভাবছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে বশেমুরবিপ্রবিতে উপলব্ধি মাদকদ্রব্য বিরোধি নানা প্রচারণা চালিয়ে আসছে৷ মাদকদ্রব্য থেকে ছাত্র সমাজকে বাঁচাতে তারা নানা কার্যক্রম পরিচালনা করে থাকে ।
Leave a Reply