বিশ্ববিদ্যালয় খোলার আগে সকল আবাসিক হলের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি ) প্রশাসন।
গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ স্বাক্ষরিত এক পত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্টদের কাছে হলের আবাসিক শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীদের জাতীয় পরিচয় পত্রের অনুলিপি প্রদানের নির্দেশনা দেয়া হয়।
এরপর থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে ইতিমধ্যে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের অনুলিপি পাঠাতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র একাধিক আবাসিক হলের প্রভোস্টদের সাথে কথা বলে জানা গিয়েছে, আবাসিক হল খোলার প্রস্তুতির অংশ হিসেবে রেজিস্ট্রার অফিস থেকে চিঠি এসেছে হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ইউজিসি থেকে জাতীয় পরিচয়পত্রের তালিকা পাঠাতে।সে অনুযায়ীই কাজ চলছে বলে জানান তারা।
Leave a Reply