বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখে “Research Methodology, Proposal-Report-Thesis Writing” বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান।
সেমিনারে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজ্জাত হোসেন সরকার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষণা পদ্ধতি, প্রস্তাবনা-প্রতিবেদন-থিসিস লেখার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনারটিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মোঃ সাজ্জাত হোসেন সরকার বলেন, গবেষণা পদ্ধতি হলো গবেষণার একটি পরিকল্পনা যা গবেষণার উদ্দেশ্য, লক্ষ্য, পদ্ধতি, উপকরণ, সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়গুলিকে সংক্ষিপ্তভাবে তুলে ধরে। গবেষণা প্রস্তাবনা হলো গবেষণার পরিকল্পনার একটি বিস্তারিত রূপ। গবেষণা প্রতিবেদন হলো গবেষণার ফলাফল ও সিদ্ধান্তসমূহের একটি বিবরণ। গবেষণা থিসিস হলো একটি উচ্চতর শিক্ষার ডিগ্রির জন্য গবেষণার ফলাফল ও সিদ্ধান্তসমূহের একটি বিস্তৃত রূপ।
তিনি বলেন, গবেষণা পদ্ধতি ও প্রস্তাব-প্রতিবেদন-থিসিস লেখার ক্ষেত্রে সঠিক জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গবেষণার মান উন্নত করতে সহায়তা করে।
সেমিনারে শিক্ষার্থীরা গবেষণা পদ্ধতি ও প্রস্তাব-প্রতিবেদন-থিসিস লেখার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অধ্যাপক ড. মোঃ সাজ্জাত হোসেন সরকার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
Leave a Reply