গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাইকোলজি বিভাগের উদ্যোগে ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিনদিনব্যাপী “সাইকোমেট্রিক টুলস অ্যান্ড সাইকোলজিক্যাল এসেসমেন্ট” বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের শিশু মনোবিজ্ঞানী মো. আবু সাঈদ। এছাড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শাহাদাত হোসেন এবং মো. জুয়েল শেখ।
২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাবানা খানম বলেন, “এই কোর্সের মাধ্যমে আমরা শিশুদের যে কোনো ডিফিকাল্টি বা ডিসএবিলিটি নির্ণয় করার পদ্ধতি শিখেছি। পাশাপাশি সমস্যা সমাধানের করণীয় বিষয়গুলো নিয়েও ধারণা পেয়েছি। শিশুদের মানসিক বিকাশ ও সমস্যাগুলো নির্ণয়ের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেছি।
২০১৭-১৮ সেশনের আরেক শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, “তিনদিনের ট্রেনিংয়ে আমরা শিশুদের ইন্টেলিজেন্ট টেস্ট সম্পর্কে জেনেছি। এই সেশনটি আমাদের ইন্টার্নশিপে অনেক সাহায্য করবে এবং একটি শিশুর শৈশবকে কিভাবে আরো সুন্দর করা যায় তা নিয়েও শিখেছি।”
এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি নাসরিন নাহার জানান, আমরা প্রতিটা ব্যাচের জন্যই এধরণের ট্রেনিং সেশনের আয়োজন করে থাকি৷ এধরনের সেশনে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী তার একাডেমিক লাইফে উপকৃত হওয়ার পাশাপাশি বাস্তব জীবনে এবং তার কর্মক্ষেত্রের জন্য আরো দক্ষ ও চৌকস হয়ে উঠবে।
কর্মশালাটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে এবং শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply