গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)তে বিডি ক্লিনের যাত্রা শুরু হয়েছে।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গঠিত হলো বিডি ক্লিন বশেমুরবিপ্রবি টিম।
বিডি ক্লিন গোপালগঞ্জ শাখার পাশাপাশি বশেমুরবিপ্রবির একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বশেমুরবিপ্রবি টিম গঠন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিডিক্লিন শাখার সমন্বয়ক সুজন দাস এর নেতৃত্বে এ ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়। ইটিই বিভাগের কামরুল হাসান মোল্লাকে ক্যাম্পাস প্রতিনিধি এবং এসিসিই বিভাগের অনুপম দাসকে সহকারী প্রতিনিধি হিসেবে উক্ত টিম গঠন করা হয়৷
এছাড়া উক্ত টিমে আরো আছেন জুবাইর আহমদ(পর্দাথবিজ্ঞান),মহামিন মিয়া(ইটিই),রাবেয়া তাসনিম(মার্কেটিং),হাসিবুল হাসান হাসিব(আইন),জাকির হোসাইন(বিএমবি)।
নবনির্বাচিত প্রধান প্রতিনিধি কামরুল হাসান মোল্লাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এছাড়া সুষ্ঠভাবে কর্মপরিচালনার জন্য উক্ত ম্যানেজমেন্ট টিমের সাথে আরো ২৫ জনকে নিয়ে মনিটর টিম গঠন করা হয়েছে।উক্ত মনিটর টিমের মধ্যে রয়েছেন অভ্র,সাগর,শিশির,বিপ্রনাথ,আব্দুর রহমান,দৃষ্টি,রাকেশ,তন্ময়,অনিশ,রাজ,উর্মিতা,ইকবাল,মামুন,পলক,শামিম,অপু,মনিরুজ্জামান,রায়হান,মামুন,নাজমুল,আশিক,অনুকুল,শুভ্র,রবি এবং বাপ্পি।
Leave a Reply