বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ ) বেলা ৩.৩০ টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১৭ নং কক্ষে ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে একটা পরিবার। আমরা চাই আমাদের এই বিভাগ থেকে শিক্ষার্থীরা ভালো কিছু করে এই বিশ্ববিদ্যালয় এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে সব সময় শুভকামনা থাকবে।
এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেন।
Leave a Reply