বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার ও ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি নির্দেশ মোতাবেক সরকারি /আধা-সরকারি/স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ মে ২০২০ থেকে খোলা থাকবে।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদের পূর্বনির্ধারিত ছুটি ১ জুন ২০২০ অব্দি থাকায় সরকারি নির্দেশ মেনে ২ জুন ২০২০ থেকে দাপ্তরিক ব্যাক্তিবর্গ (শিক্ষক -কর্মকর্তা-কর্মচারী)দের কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
Leave a Reply