বশেমুরবিপ্রবির এক বিদেশী শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন।উক্ত শিক্ষার্থীর চিকিৎসা চলছে শেখ রাসেল হলে!
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশী শিক্ষার্থীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।বিদেশী এই শিক্ষার্থী নেপাল থেকে এসেছিলেন।পড়াশুনা করছেন বিশ্ববিদ্যালয়ের লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষে । এদিকে বিশেষ বিমানে আজ বশেমুরবিপ্রবির নেপালী শিক্ষার্থীরা দেশ ছাড়লেও করোনা শনাক্ত হওয়ায় তিনি নেপালে যেতে পারেননি। বর্তমানে উক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
গোপালগঞ্জ সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গিয়েছে।
বিদেশী এই করোনায় আক্রান্ত শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়া বলেন “ঐ শিক্ষার্থী এখন সুস্থ্য আছেন। শেখ রাসেল হলে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।”
ঢাকার স্কয়ার হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়েছিলো বলেও জানিয়েছেন এই হল প্রভোস্ট।
Leave a Reply