বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ২৬ ও ২৭ সেপ্টেম্বর এই দুইদিন হাতে কলমে অনেকগুলো সার্জিক্যাল কেস শেখার সুযোগ হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি এন্ড অবসটেট্রিকস বিভাগের প্রফেসর ড. মাহমুদুল আলম এসময়ে শিক্ষার্থীদের বিভিন্ন সূচার প্যাটার্ন, অ্যানেস্থেসিয়া প্রটোকল, গিড ডিজিস, অরাল হেমাটোমা, এন্ট্রোপিওন, এক্ট্রোপিওন, প্রোপ্টোসিস, রুমেনোটমি, স্পেয়িং ইন ক্যাট, প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া, ইনভার্টেড এল ব্লক, আপওয়ার্ড প্যাটেলা ফিক্সেশন প্রভৃতি সার্জিক্যাল কেস হাতে কলমে শেখান।
হাতে কলমে ব্যবহারিক ক্লাস শেষে প্রফেসর ড. মাহমুদুল আলমের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ভেটেরিনারি মেডিসিন এর শিক্ষার্থী হিসেবে সার্জিক্যাল প্রসিডিওর গুলো শেখার প্রতি এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা ছিলো, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক ধাপ অতিক্রম করতে পেরে আমি আনন্দিত। একইসাথে, ক্যাম্পাসে আধুনিক সুযোগ- সুবিধা সম্পন্ন একটি “ভেটেরিনারি টিচিং হাসপাতাল” এর খুব অভাব বোধ করেছি, যা দক্ষ ভেটেরিনারি ডাক্তার তৈরিতে অপরিহার্য। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রসাশন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
Leave a Reply