বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ‘একুশে লাইব্রেরি ‘ ভবন থেকে কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফ নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।তিনি এ ঘটনার মূল হোতা ও গোপিনাথপুর ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি।
গোপালগঞ্জ থানা পুলিশের তথ্যমতে আজ (রবিবার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়।বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ চলছে।
জানা গেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফই মূল অভিযুক্ত।
প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়। এ ঘটনায় ঐ মাসেরই ১৩ তারিখ রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply