গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একটি মাইক্রোবাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পরেছে।
জানা গেছে, গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুবের আত্মীয়দের খুলনায় ট্রেনে উঠিয়ে দেয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস আত্বীয়দের নিয়ে রওনা হয়।পরবর্তীতে ট্রেন আগেই চলে যাওয়ায় নোয়াপাড়ায় গিয়ে ট্রেনে ওঠার উদ্দেশ্যে রওনা দেন তারা।পরবর্তীতে নোয়াপাড়ায় বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় মাইক্রোবাসটি।দুর্ঘটনা কবলিত গাড়িতে চালক, দু’টি বাচ্চা সহ মোট ৭ জন ছিলো। সবাই আঘাত পেলেও তা গুরুতর না বলে জানা গিয়েছে।গাড়ি চালককে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সবাই বাড়িতে অবস্থান করছে ও গাড়িটি ক্ষতিগ্রস্থ অবস্থায় গ্যারেজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা বলেন “গাড়িটি উপাচার্য স্যারের আত্মীয়দের পরিবহন করার কথা বলে আমাদের থেকে নেয়া হয়।খুলনা স্টেশনে নেয়ার জন্য গাড়িটা নেয়া হয়েছে বলে আমি জেনেছি।কিন্তু দুর্ঘটনা ঘটেছে নোয়াপাড়ায়।পরবর্তীতে কোন ইস্যুতে গাড়িটি ব্যবহার করা হয়েছে আমার জানা নেই।এ বিষয়ে উপাচার্য স্যারের পিএস ভালো বলতে পারবেন। উনি সম্ভবত গাড়িতে ছিলেন।”
এ বিষয়ে উপাচার্য একিউএম মাহবুবের পিএস আলমগীর জানান কুয়াশার জন্য গাড়ি দ্রুত না চালাতে পারায় ট্রেন মিস করেন তারা।পরবর্তীতে ট্রেনটি নোয়াপাড়া বা যশোর গিয়ে ধরা যাবে এই উদ্দেশ্যে তারা রওনা দিলে আনুমানিক সকাল ৭.৩০-৮.০০ টা নাগাদ দুর্ঘটনা ঘটে।”
Leave a Reply