গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের কর্মকর্তা সমিতির ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এস.এম. এস্কান্দার আলী নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকলের পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন নির্বাচিত কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ।
পরে নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফসহ অনেকে।
শপথ গ্রহণ শেষে কর্মকর্তা সমিতির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে তুহিন-মিরাজ ও হিরা-ওয়ালিদ পরিষদ অংশগ্রহণ করে। এতে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পায় তুহিন-মিরাজ পরিষদ।
Leave a Reply