গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্রয়কৃত ৮০০ টি স্টিলের চৌকি খোলা আকাশের নিচে থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে।এসব আসবাবপত্র বাজারদরের দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছিলো বলে বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খন্দকার নাসিরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে।
অভিযোগের কারনে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।
আজ ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
উক্ত তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট মাননীয় উপাচার্য বরাবর জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
তদন্ত কমিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক করা হয়েছে।
তদন্ত কমিটির বাকি চার সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,বিশ্ববিদ্যালয়ের প.উ.ও. পরিচালক ও উপ-পরিচালক (হিসাব)।
এব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. শাহজাহান বলেন “মাত্র তো কমিটি গঠন হলো, এখনি তো বলার কিছু হয়নি।”
Leave a Reply