চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে শ্রীলংকা ক্রিকেট দল। সে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।
দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন উপেক্ষিত টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েস। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে যথাক্রমে ৪ ও ০ রান করে আউট হওয়ার পর আর জাতীয় দলে সুযোগ হয়নি কায়েসের। এছাড়া প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার শহীদুল ইসলাম।
সাকিবও ফিরেছেন স্কোয়াডে। চলতি ১৪তম আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছে তিনি। তবে সিরিজ শুরু আগেই দেশে ফেরার কথা রয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। অন্যদিকে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন একমাত্র পেসার আল-আমীন হোসেন।
এদিকে বিসিবি’র এক সুত্রের দেওয়া তথ্যানুযায়ী, তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ২১মে গড়াবে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। আর ২৩,২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডঃ
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
Leave a Reply