বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান এর সম্পাদনায় ও প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’ কর্তৃক প্রকাশিত হয়েছে ‘সুবর্ণ কথা’।
বইটিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী সম্পর্কিত ১৬ জন লেখকের বিভিন্ন লেখা স্থান পেয়েছে। লেখকদের মধ্যে রয়েছেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও সদ্যসাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ।
এছাড়া লিখেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রাশেদ সুখন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো: জালাল উদ্দীন, উনপঞ্চাশ দেশ ভ্রমণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক এলিজা বিনতে এলাহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: রিয়াজুল ইসলাম, হারুনুর রশিদ ও প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’র প্রকাশক মোঃ আশিকুর রহমান।
প্রচ্ছদ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক মো. রাশেদুর রহমান।
‘সুবর্ণ কথা’র সম্পাদক মো: আশিকুর রহমান জানান, বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে একটা বিশেষ প্রকাশনা প্রকাশের উদ্যোগের অংশ হিসেবেই ‘সুবর্ণ কথা’র আয়োজন। বিজয়ের অর্ধশত বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে বইটি প্রকাশ করতে আমরা বিশেষভাবে আনন্দিত। তাই সবার অশেষ সহযোগিতা সর্বময় প্রত্যাশা করছি।
শুভেচ্ছা জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বলেন, বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের ৫০ বছর পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী- মুজিব বর্ষ- উদযাপনের আনন্দময় মুহূর্তে প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’র উদ্যোগে প্রকাশিতব্য ‘সুবর্ণ কথা’র সার্বিক সফলতা কামনা করছি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’ বিজয় দিবসে প্রকাশ করতে যাচ্ছে ‘সুবর্ণ কথা’। এ মহতী আয়োজন সম্পূর্ণাঙ্গ সুন্দর হোক- এ প্রত্যাশা করি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সুবর্ণ কথা’ প্রকাশ হওয়ায় আমি খুব আনন্দিত। প্রকাশনাটিতে যারা লিখেছেন, তাদের ধন্যবাদ জানাই। এ ধরণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনা জাগ্রত করতে এবং আমাদের স্বদেশী সংস্কৃতির বিষয়ে আরও বেশী চর্চা বাড়ানোর জন্য এ ধরণের প্রকাশনা প্রকাশ করা প্রয়োজন।
বইটি পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারি ডটকমে।
Leave a Reply