আজ ২৫ নভেম্বর অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন “বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটি বাংলাদেশ সহ বিশ্বের সকল সংবাদ পত্রের সম্পাদকদের নিয়ে গঠন করা হয়েছে।
কমিটিতে বাংলাদেশ সারাবেলা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ’কে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
সংগঠনের আহবায়ক হিসেবে আছেন সিএন বাংলা টিভির এস,এম,জাহাঙ্গীর কবির ও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন জেটিভি বাংলার তানভীর আহমেদ সোহেল ও প্রতিবাদ সংবাদ এর ম,জয়নুল আবেদীন রোজ।
সদস্য সচিব হিসেবে রূপকথা টিভির নুরুল আহমেদ রনি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটির বাকি সদস্যরা হলেন- মোসাঃরাজীয়া সুলতানা, (দৈনিক নাগরিক কন্ঠ), ফকির হাসান আলী (বাগেরহাট সংবাদ), খান আশরাফুল ইসলাম (বিবর্তন টিভি ২৪),আসিফ ইমরান (চিলাহাটি ওয়েব), আব্দুল্লাহ আল মামুন, (স্বাধীন টিভি), অমি আহমেদ (বাস্তব খবর), জয়নাল আবেদীন (জন কথা বিডি), মোঃ খায়রুল ইসলাম ভুইয়া (দৈনিক অনুবাদ), মোঃ নাঈম উদ্দিন, (বাংলাদেশ ক্রাইম নিউজ), মোঃ জুবায়ের হাসান (সেরা নিউজ), সিরাজুল ইসলাম (আমাদের সেরা খবর), আঃ আল নোমান (হবিগঞ্জের আলো), ফরিদ আহমেদ আবির, (নির্ভীক সংবাদ), কে,এম,ইয়ামিনুল হাসান আলিফ, (বাংলাদেশ সারাবেলা)
Leave a Reply