স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি বিজয়ের মাস উপলক্ষ্যে “সৃজনশীলতায় বিজয়” নামে একটি অনলাইন সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো প্রান্তের যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণকারী সবাই পাবে সার্টিফিকেট এবং বিজয়ীরা পাবে তাদের নাম সম্বলিত ক্রেস্ট। অংশগ্রহণের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২০।
প্রতিযোগিতায় ক্যাটাগরি সমূহঃ
১. রচনা প্রতিযোগিতা।
বিষয়ঃ(যেকোনো একটি)
(ক)আমাদের স্বাধীনতা ও সামাজিক মুক্তি।
(খ)মুক্তিযুদ্ধে নিম্নবর্গের মানুষ ও একাত্তর পরবর্তী জীবন।
২. চিত্রাঙ্কন/ ভাস্কর্য।
৩. নিজের তোলা ফটো।
৪. বুক রিভিউ/ স্বরচিত কবিতা।
৫. নাচ/ সিনেমাটিক ভিডিও/ ডকুমেন্টারি।
৬. করোনাকালীন সময়ে উদ্যেক্তা/ অর্জনের গল্প।
অংশগ্রহণ করতে প্রথমে সর্বনিম্ন ৫০/- টাকা ফি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। তবে এই সম্পূর্ণ টাকায় শীতার্তদের জন্য শীত বস্ত্র কেনার খাতে খরচ করবে। দুইটির বেশি ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য ১০০/- টাকা রেজিষ্ট্রেশন ফি দিতে হবে,তবে একজন সর্বোচ্চ তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।
চলমান এই অনলাইন মেধা অন্বেষণ প্রতিযোগিতার স্পন্সর হিসেবে থাকছেন মাস্টার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড এর ক্যাপ্টেন লুব্রিকেন্টস এবং এফ.ডি. টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক দিদার আহমেদ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন দৈনিক আলোকিত ভোর, পিবিএন২৪ এবং দেশচিত্র। বিচারক হিসেবে থাকবেন দেশ বরেণ্য শিক্ষক, কবি, লেখক, সাংবাদিক, চিত্রশিল্পী, সংস্কৃতিকর্মী, সফল উদ্যেক্তা ও ফটোগ্রাফার।
চলমান এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির একজন প্রতিষ্ঠাতা সদস্য বলেন,” বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত। পূর্বের ন্যায় বর্তমানেও আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার চেষ্টায় নিয়োজিত আছি। করোনা মহামারী সময়ে আমরা অনলাইনে ব্যাতিক্রমী প্রতিযোগিতা “সৃজনশীলতায় বিজয়” এর উদ্যেগ গ্রহণ করেছি। প্রতিযোগিতাটি সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
উল্লেখ্য বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের পহেলা মে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে সাড়া বাংলাদেশ ব্যাপী বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে মানব সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
Leave a Reply