বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।এরপর র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং সিহাব মাহমুদ সজলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সকল সকল নেতৃবৃন্দ এবং বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ আলোচনা সভা ও র্যালিতে অংশ গ্রহণ করেন
র্যালিটি বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তমালতলা থেকে শুরু হয়ে তমালতলা মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়।এরপর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্যের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ বলেন “বঙ্গবন্ধুর বাংলায় সকল অর্জন এবং উন্নয়নে ছাত্রলীগের ছোয়া আছে”। তিনি আরও বলেন “ছাত্রলীগ একটি ঐতিহ্যের নাম, ভালোবাসার নাম। ছাত্রলীগ করার জন্য রক্ত ঝড়িয়েছি তবুও ছাত্রলীগ ছাড়ি নাই।”
বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ সজল সকল ছাত্রদের ছাত্রলীগের পতাকা তলে আসার আহবান জানান।অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
তারপর কেক কাটা ও মিষ্টি বিতরণ করে সমাপ্ত ঘোষনা করা হয়।
Leave a Reply