মোংলায় ২৯ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) কর্মকর্তা লে : এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে (৮টায়) দিগরাজ বাজার সংলগ্ন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাহাদী আমিন (৩৪) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকৃত ব্যাক্তি মোংলার দিগরাজ এলাকার মো : ইব্রাহিমের ছেলে। আটকৃত মাহাদী আমিন কে রাতেই মোংলা থানা পুলিশে সোপর্দ করেছে কোস্ট গার্ড।মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে মাহাদীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন,কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যৎতেও এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply