মোংলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের উদ্যোগে শিশুশ্রম থেকে প্রত্যাহিত শিশুদের মায়েদের নিয়ে আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার (২২ মার্চ) সকালে মোংলা জিবনের জন্য প্রকল্পের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন অফিসে এ আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।জীবনের জন্য প্রকল্পের মোংলা এরিয়া অফিসার আবেদা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস ইশরাত জাহান, ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী,মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক মনির হোসেন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার শিশুশ্রম,বাল্যবিবাহ এর কুফল তুলে ধরে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করার আহ্বান জানান। এসময় তিনি নানা আয়বৃদ্ধিমূলক কাজের উদাহরন তুলে ধরে শিশুশ্রম থেকে প্রত্যাহিত শিশুদের মায়েদের উদ্দেশ্যে বলেন সরকারী অথবা বেসরকারি সহযোগিতাকে কাজে লাগিয়ে নিজেদের চেষ্ঠার মাধ্যমে সফল হওয়া সম্ভাব। কর্মশালার সার্বিক সহযোগিতা করেন মারিনো পাড়ই, শুভ্রা প্রিয়া বিশ্বাস ও রাজকুমার সরকার। দুইদিন ব্যাপি এ কর্মশালায় শিশুশ্রম থেকে প্রত্যাহিত ২৬ জন শিশুদের মায়েদেরকে এ আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় প্রকল্পের মোংলা এরিয়া অফিসার আবেদা সুলতানা।
Leave a Reply