পাবনার ঈশ্বরদীতে পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে সকালে তিনি তার বাবা-মা ও ভাই,ঈশ্বরদীর কিংবদন্তী রাজনীতিক রহিম মালিথার কবর জিয়ারত করেন আওয়ামীলীগ মনোনীত এই প্রার্থী।উপজেলার পতিরাজপুর,নারিচাতে কবর জিয়ারত করেন আজ সকালে।এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথাসহ শতশত স্থানীয় দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন ।পরে দুপুরে ঈশ্বরদী উপজেলায় আসেন মনোনয়নপত্র জমা দিতে। এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু,পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাংসদপুত্র যুবলীগ নেতা দোলন বিশ্বাস, যুবলীগ নেতা মিলন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথাসহ শতশত নেতাকর্মী উপস্থিতি ছিলেন। এ সময় উপজেলা চত্বরে মুহুমুহু স্লোগানে মুখরিত ছিলো।
প্রসঙ্গত আগামী ১৬ জানুয়ারি ঈশ্বরদীসহ ৬১ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply