সিলেটের বালাগঞ্জে দিরাজ পাল (৬৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি স্থানীয় গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক।
শুক্রবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ব্রিকফিল্ডে প্রবেশ করে তাকে (দিরাজকে) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ফিল্ডের টাকাপয়সা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনার পর স্থানীয়ভাবে খবর পেয়ে ব্রিকফিল্ডের মালিকপক্ষের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দিরাজ পাল দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে।
নিহতের স্বজনরা জানান, জুম্মার পর কে বা কারা ম্যানেজার দিরাজ পালকে পালকে কুপিয়ে ও আঘাত করে পালিয়ে যায়।
ব্রিকফিল্ডের ব্যবস্থাপক খুনের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বিকেল ৫টায় বাংলাদেশ সারাবেলা’কে বলেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। খুনিদের ধরতে পুলিশের চারটি টিম কাজ করছে। নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply