আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আজ শুক্রবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার ছেলে, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আফম বাহাউদ্দীন নাসিম তার মায়ের মৃত্যুর কথা নিশ্চিত করে ও মায়ের জন্য দোয়া চেয়ে তার ফেইসবুক পেইজ থেকে বলেন “,আমার মমতাময়ী মা আজ (০২ অক্টোবর ২০২০) সকাল ৭.০০ টায় ‘সিএমএইচ’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বাদ মাগরিব নামাজে জানাজা শেষে “মা” কে মাদারীপুর কবরস্থানে দাফন করা হবে।
আমি আমার ও পরিবারের পক্ষ থেকে মমতাময়ী “মা” এর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
মহান আল্লাহ্ “মা” কে জান্নাতবাসী করুন।”
Leave a Reply