পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে আজ ২৫শে জুন, ২০২১ রোজঃশুক্রবার, ভিএসএ’র পক্ষ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিশন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর মরণঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থতার আশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদীয় ডিন ও ভিএসএ’র সভাপতি অধ্যাপক ড. আহসানুর রেজা,ভিএসএ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তোফাজ্জল হোসাইন ,সহসভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস পিয়াল, ভিএসএ’র কার্যকারী সদস্য (৩) মো: কামরুজ্জামান আকিমুল, সদস্য মো: শফিকুর রহমান সৌরভ, মো: হাসানুল বান্না, আব্দুল মালেক সহ ভিএসএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে তাহার দ্রুত আরোগ্য কামনা করেন।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন এএনএসভিএম অনুষদীয় মসজিদের পেশ ঈমাম মো: মাহবুবুর রহমান।
উল্লেখ্য, ১৫সেপ্টেম্বর, ২০২০ পর এবার ২য় বারের মত করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Leave a Reply