কোভিড-১৯ বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ বিভাগে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বিভাগীয় শহরগুলোতে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে ভিসি স্যারের সাথে দীর্ঘক্ষন মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাম্পাসের পার্শবর্তী স্থানে আমরা এই সার্ভিস দিতে পারছি না। তবে দূরবর্তী শিক্ষার্থীরা এ ব্যাপারে অগ্রাধিকার পাবেন। আজ রাত অথবা কালই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরিবহন বিষয়ক যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত মোট ৭৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আটকে পড়া শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে পরিকল্পনা করার নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে গত সোমবার (১২ জুলাই) পর্যন্ত গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মোট ৭৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন।
Leave a Reply