দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ইউনিয়ন’ এর নব ঘোষিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক।সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে মৈশান শাওন(নোবিপ্রবি) ও ইউনুস রিয়াজ(গণবি)।
প্রাণরসায়ন নিয়ে কাজ করা এবং তারই সুবিধা দেশের মানুষকে দেওয়ার জন্যই গঠিত হয়েছে এই সংগঠনটি।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম(প্রফেসর),মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. খায়রুল ইসলাম (এসোসিয়েট প্রফেসর) এবং গন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ ফুয়াদ হোসেন।
এ বিষয়ে ওমর ফারুক বলেন,”আমাদের দেশের প্রাণ রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের অধিকার, সীমাবদ্ধতা, কর্মক্ষেত্র, উচ্চশিক্ষা, গবেষণা নিয়ে কাজ করব আমরা। সর্বোপরি আমরা সকল বায়োকেমিস্ট্রি শিক্ষার্থীদের নিয়ে একটি কমিউনিটি গড়ে তুলতে চাই।”
Leave a Reply