স্বাধীনতার মহান স্থাপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে জাতির পিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করা হয়।
আজ ১৫ আগস্ট মঙ্গলবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শুদ্ধা নিবেদন করেন সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর পলাশ কুমার বিশ্বাস।
বিএনসিসি, সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনসিসি অফিসারবৃন্দ, সামরিক প্রশিক্ষক এবং বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পিইউও মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া এবং ক্যাডেটবৃন্দ।
Leave a Reply