বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

আর এস মাহমুদ হাসান:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ ০০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে ‘Innovating for a Sustainable Future: Harnessing Science and Technology to Tackle Emerging Challenges’ শীর্ষক শিরোনামে রবিবার(২৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এবং বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিম্পোজিয়াম আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি অধ্যাপক ড. এম আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি এবং ব্যাংককের জেএসপিএস আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ওতানি ইওশিয়ো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম। সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইয়ারুল কবীর ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী সিম্পোজিয়ামের ৫টি টেকনিক্যাল সেশনে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন।

ফিসারিজ ও লাইভস্টক টেকনিক্যাল সেশনে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াল জুনোটিক রোগ ব্রুসেলোসিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা গবেষক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড মো সিদ্দিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের গবেষণার লক্ষ্য হলো বাংলাদেশে বৃহৎ ডেইরি খামারগুলোর মধ্যে ব্রুসেলোসিস সংক্রমণের ঝুঁকিপূর্ণ কারণগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করা। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং (ML) রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে, যেখানে রোগ শনাক্তকরণ, বিশ্লেষণ ও চিকিৎসায় নতুন মাত্রা যোগ হয়েছে। AI প্রযুক্তি বিশাল পরিমাণ ডেটা দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে সক্ষম, যা চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এ উন্নতি শুধুমাত্র নির্ণয়ের নির্ভুলতা বাড়াচ্ছে না বরং আগেভাগে রোগ শনাক্তকরণ ও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনাকেও সহজ করছে। বাংলাদেশে প্রথমবারের মতো পশু চিকিৎসা ক্ষেত্রে আমরা “SMOTE” উইকা ফিল্টার প্রয়োগ করেছি। AI/ML প্রযুক্তি ব্রুসেলোসিসের ঝুঁকিপূর্ণ কারণ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যকরী উপায় প্রদান করতে পারে, যা বাংলাদেশে ব্রুসেলোসিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

টেকনিক্যাল সেশন শেষে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে অ্যালামনাই সদস্যরা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্য-পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..