স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি এবং শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা নাঈম রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম থেকে র্যালীটি শুরু হয়ে গোলচত্তর প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর নেতাকর্মীরা শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
Leave a Reply