দেশের শপিং মল সহ সবকিছু স্বাভাবিক নিয়মে চলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও (চবি) স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক সিনেট সদস্য ড. মো. দানেশ মিয়া।
বিশ্ববিদ্যালয়ের ঐ সিনেট সদস্য বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক।
আজ রবিবার দুপুর ১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনায় সিনেট সদস্য দানেশ মিয়া এই দাবি জানান।
বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া বলেন, দেশের সবকিছু খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে,সবকিছু স্বাভাবিক আছে। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে বিশ্ববিদ্যালয় খুলতে সমস্যা কোথায়? ”
তবে সিনেট অধিবেশনে উপস্থিত ড. শিরীন আখতার দ্বিমত প্রকাশ করেন।
এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট সভাকক্ষে অধিবেশন বসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এই অধিবেশন বসে। ৩২ তম বার্ষিক সিনেট সভা ছিলো এটি।
Leave a Reply