দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কয়েক দফায় ছুটি বাড়ানোর পরে এ বছরের জুন মাসেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এ দিকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য ভার্চুয়ালি জনমত গড়ে গতবছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় খোলার আন্দোলন করেও ব্যর্থ হয় “সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে ” নামক ফেইসবুক গ্রুপ।
এবার “অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে ” নামক ফেইসবুক গ্রুপ থেকে আগামীকাল ২৪ মে সারাদেশে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।তবে আন্দোলনের নামে কিছু শিক্ষার্থী সরকার বিরোধী একের পর এক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করোনায় ভার্সিটি খোলা দমন কমিটি নামক আরেকটি গ্রুুপের।
এদিকে গ্রুপটি ঘুরে দেখা যায় শুধু সরকার বিরোধী পোস্টই নই,বরং আগামীকালের আন্দোলনের পর থেকে সরকার পতনের আন্দোলনেরও ডাক দেয়া হয়েছে গ্রুপটি থেকে।মূলত সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু শিক্ষার্থী গ্রুপটিতে এ ধরনের পোস্ট দিয়েছে বলে গ্রুপটিতেই মন্তব্য করতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের।
গ্রুপে রাশেদ খন্দকার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী “কালকের আন্দোলন সফল না হলে সরকার পতনের আন্দোলন করতে হবে ” লিখে পোস্ট করেন।
এরপর থেকেই এ বিষয়ে প্রতিবাদ করতে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তাদের মতে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া দাবি থাকলেও এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু এ আন্দোলনের নামে কিছু শিক্ষার্থী সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের মতে এমন উস্কানিমূলক সরকার বিরোধী পোস্ট যখন গ্রুপে এপ্রুভ করা হয়,তখন তার দায় গ্রুপ ও আন্দোলন পরিচালনাকারীরা এড়াতে পারেন না।
এদিকে গ্রুপের আরো বেশ কিছু পোস্ট ও কমেন্টে সরকার পতনের আন্দোলনের বিষয়ে লেখালেখি করতে দেখা গিয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক এ দাবিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি অনেক শিক্ষার্থীরই।
Leave a Reply